Road to Germany ( Student Visa ) | পর্ব-০৪
পঞ্চম পর্বের পর থেকে....
ব্লক একাউন্টের বিস্তারিত :
ব্লক একাউন্ট : জার্মানিতে ব্যাচেলর কিংবা মাস্টার্স এ পড়াশোনা করতে গেলে সেই দেশে আপনার থাকা-খাওয়া-হেলথ ইন্সুরেন্স-পড়াশোনার খরচ হিসেবে প্রথম এক বছরের জন্য
প্রতিমাসে ৯৩৪ ইউরো হিসেবে ১২ মাসের জন্য সর্বমোট ১১২০৮ ইউরো সেই দেশের ব্যাংক এ ব্লক একাউন্ট হিসেবে অগ্রিম পাঠিয়ে দিতে হবে।
এক্ষেত্রে সাধারণত যেই প্রসেসটা সবাই ফলো করে তা হলো-কোরাকল প্রাইম বা ফিন্টিবা প্লাস এ ব্লক একাউন্ট ওপেন করা। সাথে হেলথ এবং ট্রাভেল ইন্সুরেন্স ওপেন করা।
যখন কোরাকল প্রাইম বা ফিন্টিবা প্লাসে আপনি ব্লক একাউন্ট ওপেন করবেন তখন আপনাকে তারা ১১২০৮ ইউরো ট্রান্সফার করার জন্য যাবতীয় পেমেন্ট ডিটেলস দিয়ে দিবে।
কোরাকল প্রাইমে করলে আপনাকে আলাদা করে রিফান্ড পলিসি চেয়ে নিতে হবে।
ফিন্টিবা প্লাসে করলে আপনাকে সব পেপারস এক বারেই দিয়ে দিবে।
এই ১১২০৮ ইউরো ট্রান্সফার করার জন্য আপনাকে বাংলাদেশের যেই ব্যাংক গুলি স্টুডেন্ট ফাইল ওপেন করে সেখানে যেতে হবে।
প্রথমে সেই ব্রাঞ্চে আপনাকে একটি সেভিংস একাউন্ট খুলতে হবে।
এই সেভিংস একাউন্ট এর সাথে একটি স্টুডেন্ট ফাইল খুলতে হবে।
স্টুডেন্ট ফাইল খোলা হয়ে গেলে আপনার একাউন্ট এ ১১২০৮ ইউরো এবং ব্যাংকিং চার্জ বাবদ যত টাকা প্রয়োজন তত টাকা আপনার সেভিংস একাউন্ট এ জমা করবেন।
এরপর আপনার সুবিধামত সময়ে আপনি কোরাকল প্রাইম বা ফিন্টিবা প্লাস যেটায় ব্লক একাউন্ট ওপেন করেছেন সেটায় আপনি ১১২০৮ ইউরো এবং চার্জ সহ আপনার যে ব্যাংক এ স্টুডেন্ট ফাইল ওপেন করা সে ব্যাংকের কর্মকর্তাকে বলবেন পাঠিয়ে দিতে।
এরপর কোরাকল প্রাইম বা ফিন্টিবা প্লাস টাকা পাওয়ার পর আপনাকে কনফার্মেশন পাঠিয়ে দিবে সাথে ব্লক একাউন্ট এ টাকা আছে মর্মে এম্বাসি ফেস করার জন্য যে পেপার দরকার তা পাঠিয়ে দিবে।
এক্ষেত্রে মনে রাখতে হবে যে, এম্বাসি ফেস করার আগে আপনাকে কোরাকল বা ফিন্টিবা প্লাস যেটায় আপনি ব্লক করেছেন সেটা থেকে একটা আপডেট পেপারস নিয়ে নিবেন।
উদাহরণ স্বরূপ : ইস্টার্ন ব্যাংক , সিটি ব্যাংক, সোনালি ব্যাংক, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিল্যন , প্রিমিয়ার ব্যাংক ইত্যাদি ব্যাংক স্টুডেন্ট ফাইল ওপেন করে থাকে।
আপনি যখন ভিসা পেয়ে জার্মানি যাবেন এবং আপনার সেমেস্টার শুরু হবে সেই প্রথম মাস থেকে আপনি ৯৩৪ ইউরো আপনার ব্লক একাউন্ট থেকে তুলতে পারবেন। এভাবে ১২ মাসে ১১২০৮ ইউরো উত্তোলন করতে পারবেন।
কিছু কিছু সিটিতে দ্বিতীয় বছরেও ব্লক একাউন্ট খুলতে হয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার জবের চুক্তি থাকলে তা আর দেখাতে হয়না।
কোরাকল প্রাইম বা ফিন্টিবা প্লাসে ব্লক একাউন্ট করতে যা যা লাগে :
- আপনার অফার লেটার
- আপনার পাসপোর্ট কপি
- আপনার এন আই ডি
- আপনার ছবি
- আপনার সিগ্নেচার
ব্যাংক এ স্টুডেন্ট ফাইল খুলতে যা যা লাগে:
- আপনার এন আই ডি
- আপনার ছবি
- আপনার পাসপোর্ট
- আপনার বর্তমান ঠিকানার বিদ্যুৎ বিলের কপি
- আপনার অফার লেটার
- কোরাকল বা ফিন্টিবা থেকে প্রাপ্ত সকল পেপারস রিফান্ড পলিসি সহ।
- ভিসা রকোয়ার্মেন্ট হিসেবে ব্লক একাউন্ট এর দরকার এ সংক্রান্ত এম্বাসির কাগজ(ক্ষেত্র বিশেষে )
- নমিনির এন আই ডি
- নমিনির ছবি
- সোর্স অফ ফান্ড-যিনি আপনাকে টাকা দিবেন তার আয়ের উৎসের পেপারস-যেমন ট্রেড লাইসেন্স/স্যালারী স্টেটমেন্ট, ছবি, এন আই ডি,TIN সার্টিফিকেট
আপনি বিদেশ চলে গেলেন, কেউ একজনকে দায়িত্ব দিয়ে গেলেন বা সৃষ্টিকর্তা না করুক আপনি মারা গেলেন আপনার টাকা ফেরত আনা বা আপনার হয়ে দায়িত্ব পরিচালনা করার জন্য একজন অদোরাইজড পার্সনের দরকার হয়/হবে।
সেই বিশ্বস্ত ব্যাক্তির ছবি
এন আই ডি
সিগ্নেচার লাগবে।
এক্ষেত্রে যিনি আপনার নমিনি , যিনি আপনার সোর্স অফ ফান্ড, তাকেই অথোরাইজেশন দিয়ে দিবেন তাহলে ঝামেলা কম হবে।
কোরাকল/ফিন্টিবা/দেশি ব্যাংক সকল প্রকার লেনদেন এর প্রমাণ হিসেবে সব পেপারস সংরক্ষণ করবেন এবং সব জায়গায় এক মোবাইল নাম্বার এক ইমেল এড্রেস এক ঠিকানা ব্যাবহার করবেন।
পরবর্তী পর্বে ভিসা এপ্লিকেশন ফর্ম ও ডক সাবমিশন মেইল এর খুটিনাটি নিয়ে বিস্তারিত থাকবে।